গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাউতখালি গ্রামে বিধি নিষেধ উপেক্ষা করে আবাদি জমির টপ সয়েল কেটে নিয়ে যাওয়ার মহোৎসব চলছে। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, আবাদি জমি সংরক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে সাউতখালি গ্রামের জলদির মোড় নামক স্থানে জনৈক মৌবর মিয়াসহ পার্শ্ববর্তী এলাকার অনেকের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। আবার সেই মাটি অবৈধ ট্রাক্টরে বহন করে ইটভাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। জনৈক রোস্তম ও উজ্জল এই মাটি কাটার সাথে জড়িত রয়েছে।
এলাকাবাসী আরও জানান, মাটি কাটা জমির পাশে আমন ধানের আবাদ থাকলেও তা নষ্ট করে মাটি কাটা হচ্ছে। মাটি কেটে গভীর করার কারণে বৃষ্টির সময় আশেপাশের জমিও ধসে পড়ার আশংকা করছেন জমির মালিকরা। মাটি বহনের কাজে ব্যবহৃত অবৈধ ট্রাক্টর জমির উপর দিয়ে বেপরোয়া চলাচলের কারণে মাটি ধসে যাচ্ছে।
এব্যাপারে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাব্বির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাটি কাটার বিষয়টি খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম জানান, এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। কেউ এ কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।