স্কুল ছাত্রীকে অপহরনের পর ধর্ষনের অভিযোগ প্রমানিত হওয়ায় গাইবান্ধায় এক যুবকের পৃথক দুটি মামলায় ৪৬ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত হলেন মেহেদী হাসান ।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার নারী শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এই রায় ঘোষনা করেন ।
মামলার বিবরনে জানা যায় ,গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের আবু সালামের ৯ ম শ্রেনী পড়ুয়া মেয়ে পলাশবাড়ি উপজেলার খামার জামিরা গ্রামে তার খালা জীবন নাহারের সাথে ২০১৮ সালের ৭ এপ্রিল বেড়াতে যাচ্ছিলো । পথিমধ্যে ওই এলাকার বখাটে মেহেদী হাসান ও তার সহযোগীরা মোটরসাইকেল যোগে এসে মেয়ে সাথে থাকা তার খালাকে কিলঘুষি দিয়ে মেয়েটিকে অপহরন করে নিয়ে যায়। পরে তাকে অঞ্জাত স্থানে রেখে তার উপর পাশবিক নির্যাতন চালায়।
এব্যাপারে ধর্ষিতার পিতা আবু সালাম বাদী হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে । পরে আদালত থেকে মেহেদী হাসান জামিন নিয়ে পালিয়ে যায়।
এই মামলার পিপি একে এম মহিবুল ইসলাম মোহন জানান,দীর্ঘদিন সাক্ষ্য প্রমান শেষে ধর্ষনের অপরাধে ৩২ বছর এবং অপহরনের অপরাধ প্রমানিত হওয়ায় ১৪ বছর সহ মোট ৪৬ বছর কারাদন্ডের আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এই মামলার রায় ঘোষনা করা হয়।
সব খবর...