বৃহস্পতিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে ৮ শত গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন গাইবান্ধা-৫ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. নুরুল আমিন প্রমুখ।
এসময় উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।