গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে পারিবারিক যাতায়াতের রাস্তার সীমানা নিয়ে প্রতিপক্ষের হামলায় সোহেল রানা (২২) ও তার বড় ভাই আহসান হাবীব (২৪) গুরুতর আহত হন। আশঙ্কজনক অবস্থায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে সোহেল রানা মারা যান। নিহত সোহেল রানা ওই গ্রামের মৃত আহমেদ উদ্দিনের ছেলে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রফিকুল ইসলামকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, গত রোববার সকালে পার্শ্ববর্তী শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর (গাছবাড়ি) গ্রামের দুলা মিয়ার বাড়ি ঘেষে সোহেল রানার পারিবারিক যাতায়াতের রাস্তার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বাগ বিতন্ডা হয়। একপর্যায়ে দুলা মিয়া, এছাহাক আলী ও তাদের লোকজনের হামলায় সোহেল রানা ও তার বড় ভাই আহসান হাবীব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রমেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা মারা যান।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফুল মিয়া জানান, দীর্ঘদিন থেকে সোহেল ও রফিকুল ইসলামের সাথে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিকবার শালিশ বৈঠক হয়েছে। এরই একপর্যায় সোমবার উভয়ের সংঘর্ষে সোহেলের মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার কারণে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।