গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামে নিজ বাড়ি থেকে রমিছা বেগম (৪৫) নামে স্বামী পরিত্যাক্তা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কপিল উদ্দিনের মেয়ে। রমিছা বেগমের স্বামীর বাড়ি অন্যত্র হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
সুন্দরগঞ্জ এসআই আরিফুজ্জামান এলাকাবাসির বরাত দিয়ে জানান, রমিছার স্বামীর বাড়ি কোন জেলায় ছিল তা কেউই সুনির্দিষ্টভাবে বলতে পারেন না। খাদ্যে বিষক্রিয়ায় রমিছার মৃত্যু ঘটতে পারে ধারণা করা হচ্ছে। তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মঙ্গলবার বিকেলে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।