গাইবান্ধা সদর উপজেলা ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে মনিরুজ্জামান মনির (৪৩) ও জাহিদুল ইসলাম (৩৩) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম।
এসআই মাইদুল ইসলাম বলেন, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনিরুজ্জামানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।