গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তালুকজামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন মন্ডল অসুস্থতার দোহাই দিয়ে গত ৩ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন/ভাতা উত্তোলন করে আসছেন। এতে করে বিদ্যালয়ে পাঠদানের সমস্যা হলেও দেখার কেউ নেই। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক মহলসহ স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মিলন মন্ডল এই বিদ্যালয়ের গণিত শিক্ষক। গত বছরের ২৫ নভেম্বর থেকে অদ্যাবধি বিদ্যালয়ে অনুপস্থিত থেকে সরকারি অংশের বেতন ভাতা ভোগ করে আসছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের সাথে কথা হলে তিনি জানান, মিলন মন্ডল অসুস্থজনিত ছুটি ভোগ করছেন। সহকারী শিক্ষক মিলন মন্ডল সত্য সত্যিই কি অসুস্থ জানতে চাইলে তিনি জানান। শুনেছি তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
প্রধান শিক্ষকের এমন বক্তব্যে অনেকের ধারণা মিলন মন্ডল মামলাজনিত কারণে সুস্থ থেকে অসুস্থতার ভান করে প্রধান শিক্ষকের যোগসাজসে এ অসুস্থ ছুটি ভোগ করে শিক্ষার্থীদের পাঠদানের মারাত্মক ক্ষতি করে আসছেন।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ: মাহতাব হোসেন জানান, বিষয়টি আমি ক্ষতিয়ে দেখছি।