পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিহাব সরকার নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অটো ভ্যান যোগে কয়েকজনকে সাথে নিয়ে আলিপুর নামক স্থানে সিঙ্গারা খাওয়ার জন্য গেলে, ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ সড়ক দুর্ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত শিহাব সরকার পলাশবাড়ীর বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল। স্বেচ্ছাসেবী সংগঠন জান্নাত ফাউন্ডেশন এর সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।