বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :

জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ : সাপ্তাহিক গাইবান্ধার বুকে পত্রিকার জন্য গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান/এলাকায় প্রনিতিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ সরাসরি অথবা ডাকযোগে সম্পাদক বরাবর আবেদন করুন।প্রকাশক ও সম্পাদক, সাপ্তাহিক গাইবান্ধার বুকে , গোডাউন রোড, কাঠপট্টী, গাইবান্ধা। ফোন: : ০১৭১৫-৪৬৪৭৪৪, ০১৭১৩-৫৪৮৮৯৮

পলাশবাড়ীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবক আটক

স্টাফ রিপোর্টার / ৭৬ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পূর্ব কুমারগাড়ী গ্রামে গত শনিবার গভীর রাতে সার্বজনিন কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় আক্কাস আলী (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে আক্কাস আলীকে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আক্কাস আলী পার্শ্ববর্তী হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১টার দিকে আক্কাস আলীসহ দুই যুবক মন্দিরে ঢুকে কালী প্রতিমাটি ভাংচুর করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ধাওয়া করলে অজ্ঞাত এক যুবক পালিয়ে গেলেও আক্কাস আলীকে আটক করা হয়। খবর পেয়ে পলাশবাড়ি থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা হরিনাবাড়ী পুলিশ তদন্তের ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আক্কাস আলীকে আটক করে।

এব্যাপারে রোববার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রতিমা ভাংচুরের নেপথ্যে ভিন্ন কোনো অসৎ রহস্য বা পৃথক কোনো ঘটনা কিংবা এবং অপর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব খবর...
এক ক্লিকে বিভাগের খবর